নারায়ণপুর বাজারে ৫ মুদি দোকানে ৯ হাজার টাকা জরিমানা

মাহফুজ মল্লিক
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে হাট-বাজারগুলোতে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং করছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় সোমবার (৩ মার্চ) মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মতলব দক্ষিণে দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান চালানো হয়।
এসময় মোবাইল কোর্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং উচ্চমূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে (মুদী দোকান) ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ম এবং নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যরা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান কার্যক্রম চলমান থাকবে।

০৪ মার্চ, ২০২৫।