মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিদায়-বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় ব্যাংক মিলনায়তনে বিদায়-বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ মো. মজিবুর রহমান মিলন মিঞার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গীতা মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বিদায়ী শাখা ব্যবস্থাপক মো. খলিলুর রহমান।
চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মো. আবু তাহের পাটোয়ারীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক চাঁদপুর জেলা অফিসার সমিতির সভাপতি ও ব্যাংকের মতলব শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন খান, চাঁদপুর স্টেশন রোড অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. লোকমান হেকিম, অগ্রণী ব্যাংক নারায়ণপুর শাখার নবাগত ব্যবস্থাপক মো. রাশেদুল ইসলাম, এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা মজুমদার, অগ্রণী ব্যাংক চাঁদপুর জেলা অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান সিদ্দিকী, চাঁদপুর জেলা অগ্রণী ব্যাংক কর্মচারি সংসদের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. তাফাজ্জল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ডা. মো. বাকী বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন (মিঞা মামুন), শেখ ফজলুল করিম সেলিম, মো. নোমান খান, আব্দুর রহমান, মো. আনিসুর রহমান প্রধান, মো. লোকমান হোসেন মিয়াজী, মো. মহন প্রধান প্রমুখ। ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র অফিসার মো. জাকির হোসেন ও আবু ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন, মো. রানা মিঞা, কুদ্দুস মিঞা, দৈনিক ভোরের ডাক পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি আবু সায়েম মাস্টার, জয়যাত্রা টেলিভিশনের মতলব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব সংবাদদাতা মুহাম্মদ আরিফ বিল্লাহসহ এলাকার রাজনৈতিক, শিক্ষক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মো. শরফুদ্দিন মৃধা।