মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার ১৪৫নং নায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. মামুন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভাপতি গঠনকল্পে গত ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি মেম্বার বিনয় ভূষন দাস। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী হিসেবে মো. মামুন মিয়ার নাম প্রস্তাব করেন সদস্য মো. আতাউর রহমান ও সমর্থন করেন নারী বিদ্যোৎসাহী সদস্য রোকেয়া বেগম। সভাপতি পদে আর কোনো প্রার্থীর নাম প্রস্তাব না থাকায় সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামুন মিয়া সভাপতি নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. নূর উদ্দিন মিয়া, অভিভাবক সদস্য রানী দাস, শিউলি রাণী সরকার, দীপঙ্কর ঘোষ, দাতা সদস্য বাসুদেব মল্লিক, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফারজানা বেগম ও সদস্য সচিব মো. মিজানুর রহমান।
মো. মামুন মিয়া নায়েরগাঁও বাজার বণিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকা-ের সাথে জড়িত রয়েছেন।
মামুন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমীন রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৯।