প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭৫টি ফানুস উড়ালো জেলা ছাত্রলীগ

এস এম সোহেল
বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফানুস উড়িয়েছে চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচির মধ্যে বুধবার (৪ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে নেতৃবৃন্দ ৭৫টি ফানুস উড়িয়ে প্রথমটি পালন করেন। বিপুলসংখ্যক নেতাকর্মী এ আয়োজনে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক সাইফ হোসাইন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সোলায়মান হোসেন রাজু, সহ-সভাপতি সাইফুর রহমান মিশু, রিয়াজ হাসান পাবেল, বিল্লাল সরকার, মো. সুমন, ইসমাইল হোসেন, আল আমিন তালুকদার, সোহান ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অপু পাটওয়ারী, হাবিবুর রহমান টিটু, মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি শাওন, বাদশা খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাফিন রানা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাব্বিসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ: দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (৪ জানুয়ারি)। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলো হলো- ৪ জানুয়ারি রাত ১২টা ১মিনিটে হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৭৫টি ফানুস উত্তোলন ও আতশবাজির প্রদর্শন করা হয়। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৩টায় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হবে। বিকাল ৩টা ৫মিনিটে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হবে। বিকাল ৩টা ১০ মিনিটে জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত পাঠ করা হবে। বিকাল সাড়ে ৩টায় পায়রা ও বেলুন উত্তোলন করা হবে। বিকাল ৩টা ৪০ মিনিটে ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হবে। বিকাল ৪টায় আনন্দ শোভাযাত্রা বের করা হবে।
কর্মসূচির আলোকে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার অন্তর্ভূক্ত সব ইউনিটকে স্ব-স্ব উপজেলা, পৌরসভা ও কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিসমূহ পালনের জন্য নির্দেশ প্রদান করা হল।
কর্মসূচিসমূহ বাস্তবায়ন করে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যেও ৭৫ তম বছর উদযাপন স্বার্থক ও সাফল্যমণ্ডিত রতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আপনার/আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কামনা করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৫ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

০৪ জানুয়ারি, ২০২৩।