ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা লোহাগড়ের মঠকে জেলা ব্র্যাডিংয়ের আওতায় আনতে এবং মঠটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শত বছরের ইতিহাস আর ঐতিহ্য বহন করা চাঁদপুরবাসীর সুপরিচিত অত্যাচারী জমিদারের স্মৃতি বিজড়িত লোহা এবং গড়ের তৈরি করা ঐতিহাসিক লোহাগড় মঠটিকে পর্যটকদের সুবিধার্থে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। এ মঠটি দেখতে প্রতি বছর দূর-দুরান্ত থেকে শত শত লোক আসে। কিন্তু মঠে আসার রাস্তা চলাচলের উপযোগী না থাকায় অনেকেই আসতে আগ্রহ দেখাচ্ছে। রাস্তা, বিদ্যুৎ ও মঠের সংস্কার করে দর্শনার্থীদের জন্য এ মঠকে আরো আকর্ষনীয় করে তুলতে পরিকল্পনা নিয়েছেন। মঠ দেখতে এসে যাতে সব সুযোগ-সুবিধা দর্শনার্থীরা পায় এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা বলেন মতবিনিময় সভায়।
বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএইচএম হারুন, বিশিষ্ট ব্যবস্যায়ী নুরে আলম মাসুদ মিজি, ইউপি সচিব নাছির উদ্দিন, মদনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পারভীন আক্তার, নারী মেম্বার জোসনা বেগম, জাকিয়া বেগম, পারভিন বেগম, ইউপি সদস্য আমির হোসেন কিরন, সেলিম ও হাবিবুর রহমান। আলোচনা সভা পরিচালনা করেন ইউপি কম্পিউটার অপারেটর রুবেল হোসেন।
- Home
- প্রথম পাতা
- ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা লোহাগড় মঠ জেলা ব্র্যান্ডিংয়ের আওতায় আনতে কাজ শুরু