ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউছুপ মিজি (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকালে ফরিদগঞ্জ-হরিণা সড়কের উপজেলার হাঁসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের প্রবাসী মোবারক হোসেনের ছেলে। সে হাইমচরের আলগী হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করতো। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।
জানা গেছে, বিকালে মোটরসাইকেলযোগে চাচা মনিরের সাথে ইউছুপ মাদ্রাসার যাওয়ার পথে ফরিদগঞ্জ-হরিণা সড়কের হাঁসা মাদ্রাসার কাছে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩৮৪) এর সাথে সংঘর্ষ হয়। এতে ইউছুপ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটিকে জব্দ এবং চালককে আটক করেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

২৬ জুলাই, ২০২২।