ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের নাট মন্দিরের মেঝের আংশিক টাইলসকরণ উদ্বোধন করছেন জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম রিপন।
গতকাল বুধবার সকালে এক লাখ টাকা ব্যয়ে কাজের উদ্বোধনকালে তিনি বলেন, জেলা পরিষদ সর্বদা সব ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজ করে চলছে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রিয় মন্দিরের এই উন্নয়ন কাজ শুরু হয়েছে। যদিও এই অর্থে চলমান কাজের সম্পূর্ণ শেষ করা সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরো অর্থ বরাদ্দ দিয়ে বা অন্য কোন মাধ্যমে নাট মন্দিরের বাকি কাজ সম্পন্ন করার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক উৎপল সাহা, যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, সদস্য নারায়ন রবিদাস, তমাল পাল প্রমুখ।
১২ সেপ্টেম্বর, ২০১৯।