
বঙ্গবন্ধুর নামে খেলা তা তাড়াহুড়া করে করা যাবে না………………………জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব ১৭ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনুর্ধ্ব ১৭ বছরের কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে মনোবল বৃদ্ধি ও খেলাধুলা উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করেন ও অসামাজিক কার্যক্রম থেকে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন, ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকরণ এবং ২০৪১ সালে উন্নত দেশের মর্যাদা লাভের লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। প্রতিটি উপজেলা বালিকা দল জেলা পর্যায়ে খেলতে হবে। ৮টি উপজেলার পাশাপাশি চাঁদপুর সদর পৌরসভাসহ মোট ৯টি দল খেলবে মেয়েদের। উপজেলা থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে জেলা দল গঠন করা হবে। বঙ্গবন্ধুর নামে এই খেলা তো তাড়াহুড়া করে করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, ১৪ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলার খেলা সমাপ্ত করতে হবে। চাঁদপুরের উর্ধ্বতন ব্যক্তিরা যারা রয়েছে তাদের সাথে আলোচনা করেই জেলা পর্যায়ের খেলা করতে হবে। আগামি ১৬ সেপ্টেম্বরের মধ্যে জেলা পর্যায়ের খেলা শুরু করতে হবে এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করতে হবে। ৪টি পর্যায়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়। উপজেলা পর্যায়ে খেলা শুরুর নির্ধারিত তারিখে খেলোয়াড়দের বয়সসীমা ১৭ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ ও জেএসসি, পিএসসি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দাখিল করতে হবে। উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স, ছবিসহ উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার প্রত্যয়ন করতে হবে। টুর্নামেন্টের সব খেলা নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। খেলা পরিচালনার ক্ষেত্রে কোন সমস্যা বা জটিলতা দেখা দিলে তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিধি ও উপবিধি অনুসারে নিষ্পত্তি করা হবে। খেলা শুরুর ১ ঘণ্টা আগেই টুর্নামেন্ট কমিটি রেফারির নিকট, প্রশিক্ষক ও খেলোয়াড়দের তালিকা প্রদান করবে।
ম্যাচ কমিশনার হিসেবে মনোয়ার হোসেন চৌধুরী, শাহির হোসেন পাটওয়ারী ও অজয় ভৌমিককে নির্বাচিত করা হয়েছে। বয়স নির্ধারণের জন্য ১ জন মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। এ সময় লটারির মাধ্যমে খেলার সূচি তৈরি করা হয়। কচুয়া বনাম ফরিদগঞ্জ, মতলব উত্তর বনাম চাঁদপুর পৌরসভা, হাইমচর বনাম হাজীগঞ্জ, মতলব দক্ষিণ বনাম চাঁদপুর সদর উপজেলা এবং শাহরাস্তি সরাসরি খেলবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার মো. তরিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী কমিশনার শিক্ষা ও আইসিটি আজিজুন নাহার শম্পা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
০৪ সেপ্টেম্বর,২০১৯।