বন্যার্ত মানুষের কাছে যাবার আহ্বান শেখ ফরিদ আহমেদ মানিকের

স্টাফ রিপোর্টার
বন্যাদুর্গতের পাশে থাকতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাইমচর এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। গত শুক্রবার বন্যাদুর্গত এলাকায় হাইমচর উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শনে শেষে আলগী বাজারে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।
এসময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের অনেক জেলায় বন্যা হচ্ছে। চাঁদপুরেও বন্যা দেখা দিয়েছে। সবার প্রতি অনুরোধ প্রতিটি বন্যার্ত মানুষের কাছে সবাই যাবেন। কার কি প্রয়োজন তাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন।
তিনি বলেন, আগামি দিনে হাইমচর হবে সন্ত্রাস ও মাদক মুক্ত। যারা ১৭ বছর সাধারণ নিপীড়িত মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে তাদের জন্য এলাকায় ঢুকতে না পারে যেখানেই পাবেন আইনের কাছে সোপর্দ করবেন। আমাদের দলের কোন নেতাকর্মী মানুষের জায়গা দখল, চাঁদাবাজি থেকে সাবধান। কোথায় কি হচ্ছে- বিএনপির কাছে তথ্য আছে। আগামি ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের ঘর থেকে শুদ্ধি অভিযান চালানো হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২৬ আগস্ট হিন্দু ধর্মের পূজা রয়েছে। তাদের মন্দিরগুলো যেভাবে পাহারা দিয়েছেন, ঠিক সেভাবে সার্বিকভাবে তাদের সহযোগিতা করবেন।
হাইমচর সফরকালে বিশেষ মেহমান হিসাবে তার সাথে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জাতীয় ছাত্রনেতা মো. কামরুজ্জামান রতন।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমানুল্লাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সলিমুল্লাহ সেলিম, যুগ্ম সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারীসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাইমচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

২৫ আগস্ট, ২০২৪।