ফলোআপ : ইল্শেপাড়ে সংবাদ প্রকাশের পর
মোহাম্মদ হাবীব উল্যাহ্
দৈনিক ইল্শেপাড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। শিক্ষার্থীরা নিজ-নিজ বাড়িতে পরীক্ষা অংশগ্রহণের জন্য গত সোমবার (৫ অক্টোবর) থেকে পরীক্ষার প্রশ্ন ও খাতা বিতরণ করেন শিক্ষকরা। যা আগামি ১০ অক্টোবর পর্যন্ত বিতরণ হওয়ার কথা ছিল।
এর আগে মঙ্গলবার প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ে ‘সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, হাজীগঞ্জে বাড়িতে পরীক্ষার নামে বেতন ও ফি আদায় করছে বাকিলা উচ্চ বিদ্যালয়’ এবং ‘বেতন ও ফি জমা দিতে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়, করোনা সংক্রমণের ঝুঁকি!’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। আগামি তিন কার্য-দিবসের মধ্যে নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
উল্লেখ্য, করোনাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং বাড়িতে মূল্যায়ন পরীক্ষা নেয়ার অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে যাবতীয় পাওনা (বেতন ও পরীক্ষা ফি) আদায় শুরু করে বাকিলা উচ্চ বিদ্যালয়। ৫-১০ অক্টোবরের মধ্যে বেতন ও পরীক্ষার ফি পরিশোধপূর্বক শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রশ্ন ও খাতা বিতরণ এবং আগামি ১৭, ১৮ ও ১৯ তারিখের মধ্যে বিদ্যালয়ে এসে পরীক্ষার খাতা জমা দেয়ার কথা ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রশ্ন ও খাতা গ্রহণের প্রথম দিনেই (সোমবার) বাকিলা উচ্চ বিদ্যালয় এবং বেতন ও পরীক্ষার ফি ব্যাংকে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সময় শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব কিংবা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ কোন ধরনের সচেতনতামূলক ব্যবস্থাগ্রহণ করতে দেখা যায়নি।
বিদ্যালয় ও ব্যাংকে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়ের কারণে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির আশংকা করে বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন অভিভাবকরা। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের আয় রোজগার বন্ধ থাকায় শিক্ষার্থীদের বেতন ও ফি জমা দিতে অসহায় বোধ করেছেন বেশিরভাগ অভিভাবক। অবশেষে বুধবার পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলেছেন অভিভাবকরা।
৭ অক্টোবর, ২০২০।