উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনাস্থল পরির্দশন
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মিজি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ পরিবারটির ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বৈদ্যুতিক সর্টসাকিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এলাকার প্রায় দু’শতাধিক নারী-পুরুষ দীর্ঘ সময় চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ঘরের সব কিছু পুড়ে যায়। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, পিআইও রফিকুল ইসলাম, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর মডেল থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো। অগ্নিকাণ্ডের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাফেজ মো. সাইফুল ইসলাম মিজি ও মো. আইনুদ্দীন মিজি জানান, সকাল ৮টার সময় হঠাৎ বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমরা দু ভাই একই সেমিপাকা বিল্ডিং এ মাঝে দিয়ে পার্টিশন করে বসবাস করে আসছি। আমাদের বসতঘর নির্মাণ করার মতো জায়গা নেই। অগ্নিকাণ্ডে আমাদের দু’ভাইয়ের ঘরের সব মালামাল পুড়ে চাই হয়ে যায়। বহু কষ্ট করে কৃষি কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে আসছি।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।