আল আমিন ছৈয়াল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি বছর মতো এবছরও চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নে অন্ধ, প্রতিবন্ধী, মাদ্রাসা-এতিমখানা ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টায় ইফতার ও ঈদ উপহার বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
ফরক্কাবাদ কলেজের শিক্ষানুরাগী সদস্য আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটওয়ারী দুলাল।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হান্নান মিয়াজীর পরিচালনায় এছাড়া আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল্ল্যাহ পাটওয়ারী, কলেজের অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, কলেজ সদস্য হারুন অর রশিদ, মো. সেলিম পাটওয়ারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. শফিক শেখ, বালিয়া ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়াজী।
এবছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালিয়া ইউনিয়নে অন্ধ, প্রতিবন্ধী, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাসহ প্রায় ৩শ’ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়।
০৪ এপ্রিল, ২০২৪।