বালিয়ায় রাস্তা সংস্কার না করায় হাজারো মানুষের দুর্ভোগ

বর্ষা এলেই হাঁটু পানি

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার ৩নং ওয়ার্ডস্থ ভুষের মিল কালভার্ট হতে গাজী বাড়ির সামন পানি স্কিম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার যাতায়াতের কাঁচা রাস্তাটিতে প্রতি বছর বর্ষা এলেই হাঁটু পরিমাণ কাঁদা-পানি হয়ে স্থানীয়সহ জনসাধারণের চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। গত শুক্রবার সকাল ৮টায় স্থানীয় ও যাতায়াতরত জনসাধারণ একত্রিত হয়ে রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন ও কর্তৃপক্ষদের কাছে দাবি জানান।
এটি চান্দ্রা ইউপি-বালিয়া জিসি সড়ক নামে পরিচিত। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত এবং ছোট বড় যানবাহনও চলাচলে একমাত্র পথ এটিই। এই রাস্তা দিয়ে বালিয়া বাজার, চান্দ্রা, লক্ষ্মীপুর, হানারচর, বাগাদীসহ বেশ কয়কটি ইউনিয়নে যাতায়াত করেন। বর্ষায় এলেই হাঁটু পরিমাণ পানি থাকায় যোগাযোগের ব্যবস্থা বিঘ্ন হয়।
স্থানীয় ও যাতায়াতরতদের পক্ষে বক্তব্য রাখেন মো. হাবিব খান, মোক্তার গাজী, শাহজাহান মিজি, হুমায়ুন গাজী, আ. হামিদ কবিরাজ, আ. কুদ্দুস খান, জাহাঙ্গীর গাজী, মানিক গাজী, গাজী আবু হানিফা, কবির গাজী, নূরুল ইসলাম শেখ, আলমগীর হাজারী, হায়দার শেখ, শাহাদাৎ হাওলাদার, আলমগীর শেখ ও মামুন খান জানান, একদিকে হাঁটু সমান পানি অন্যদিকে রাস্তার পাশে মাছ চাষের ঘের, মাছ চাষ করা বন্ধ হলে রাস্তাটি ভালো থাকবে। এখানকার কিছু অসাধুরা সব সময়ের জন্যই মাছ চাষ করে আসছে। যার ফলে রাস্তাটি পানির নিচে তলিয়ে যাচ্ছে। এভাবে মাছ চাষ করলে হাঁটু পরিমাণ পানি দিয়ে তো আসা-যাওয়া দূরের কথা একসময় হাঁটার রাস্তাই খুঁজে পাবো না।
এখানাকার এক ঠিকাদার বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উক্ত রাস্তাটি গত ২০২৩-২০২৪ অর্থবছরে টেন্ডার হয় যা ঠিকাদার কাজটি করেনি। নির্দিষ্ট সময়ে ঠিকাদার কাজটি না করায় যার কারণে সময় অতিবাহিত হওয়ায় কাজটি বাতিল করেন। রাস্তাটি চান্দ্রা ফরিদ মার্কেট থেকে বালিয়া বাজার পর্যন্ত ৩৮৭০ মিটার। যার মধ্যে ০০-৩০০০ মিটার প্রর্যন্ত পাকাকরণ হয়েছে। বাকী ৮৭০ মিটার এই বেহাল রাস্তাটি নির্মাণ করলে এলাকার জন্য বিশাল উপকার বয়ে আসবে। এখান দিয়ে প্রতিদিন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী প্রায় ২০০০-২৫০০ মানুষ চলাচল করে আসছে।
আমরা এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দৃষ্টি কামনা করি, আপনাদের সহযোগিতায় যদি রাস্তাটির সংস্কার কাজ করা হয় তাহলে এলাকাবাসীসহ দূরদূরান্ত থেকে আগত সবার যাতায়াত করতে সুবিধা হবে।

১৫ সেপ্টেম্বর, ২০২৪।