বিএনপির কর্মসূচিতে হাজীগঞ্জে পুলিশের সতর্ক অবস্থান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হাজীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল। বিএনপির ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৯ অক্টোবর (শনিবার) বিকালে হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি থেকে পুলিশের উপর হামলার ঘটনার পর থেকে পুলিশ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মসূচিতে সতর্কাবস্থায় থাকে। ওই হামলায় অফিসার ইনচার্জসহ পুলিশের ৫ জন সদস্য আহত হয় এবং এই ঘটনায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মমিনুল হকসহ ১৮৬ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৩৫০ জন নেতাকর্মীকে আসামি করে একটি মামলা (নং- ৩৪) দায়ের করে পুলিশ।

১৭ জানুয়ারি, ২০২৩।