বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন পাটওয়ারীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড পৌর মার্কেট মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও রেন্ট-এ-কার মালিক সমিতির সহ-সভাপতি আবু সাঈদ কবির পাটওয়ারীর বাবা আলহাজ রুহুল আমিন পাটওয়ারী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। তিনি গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি শ্বাসকষ্ট ও হার্টের অসুখসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুর খবর শুনে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
গত বৃহস্পতিবার বাদ এশা মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ মাও. আব্দুস সালাম। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, আলহাজ রুহুল আমিন পাটওয়ারী বহুমুখী ব্যবসা পরিচালনা করতেন। বিশেষ করে চাঁদপুর শহরের ছায়াবাণী এলাকায় হোটেল ব্যবসা, পরবর্তীতে ব্রিকফিল্ডের ব্যবসা ও সর্বশেষ রড সিমেন্টের ব্যবসায় নিয়োজিত ছিলেন।