মতলব দক্ষিণ ব্যুরো
দাউদকান্দি-মুন্সিগঞ্জের মাঝামাঝি ভবেরচর থানা এলাকায় গত মঙ্গলবার রাতে বাস চাপায় মতলবের রোকন প্রধান (৩৪) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। সে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামের মধ্য প্রধানীয়া বাড়ির মৃত সাইদ মাস্টারের ছেলে। দাউদকান্দির আনোয়ার সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন রোকন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকন ছুটি নিয়ে মতলবের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য ভবেরচর পাখির মোড় বাস স্টেশনে রাত আনুমানিক সোয়া ৭টায় মতলবের বাসের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ করে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রবাহী পদ্মা বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৬২৪) নিয়ন্ত্রণ হারিয়ে পাখির মোড় স্টেশনে দাঁড়িয়ে থাকা রোকনের উপর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায় এবং বাসটি আটক করে রাখে।
এ ব্যপারে রোকনের প্রতিবেশী জাকির হোসেন প্রধান বলেন, রোকনের স্ত্রী গর্ভবতী। ২ থেকে ৫ অক্টোবরের মধ্যে ডেলিভারি হওয়ার কথা। তাই স্ত্রীকে হাসপাতালে ভর্তি করার জন্য ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় রোকন। একটি দুর্ঘটনায় প্রাণ চলে যায় রোকনের। তার ৫ বছরের ১টি মেয়ে ও ৩ বছর বয়সী ১টি ছেলে রয়েছে। এ ঘটবায় ভবেরচর থানায় মামলা করা হয়েছে। রাতে লাশের ময়নাতদন্তের পর মতলবের বাড়িতে নিয়ে আসলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম নেমে আসে।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকিরগাঁও সামাজিক ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় রোকনকে। জানাযায় ইমামতি করেন চাঁদপুর গাছতলার পীর মো. খাজা অলিউল্লাহ।
০৩ অক্টোবর, ২০২৪।