মতলবের আলোর ১ যুগে পদার্পণ উৎসবের প্রস্তুতি সভা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মতলবের আলো’র আগামি ২১ ফেব্রুয়ারি প্রকাশনার ১১বছর পূর্তি ও গৌরবের এক যুগে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে কর্মরত সাংবাদিক, দায়িত্বশীল সম্পাদকমন্ডলী, প্রিয় পাঠক ও শুভাকাক্সক্ষীদের নিয়ে জেলায় ১১ দিনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় পত্রিকা কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদের সভা কক্ষে উৎসব প্রস্তুতি সভায় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় ও চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ও ইলিশ উৎসবের রুপকার হারুন আল রশিদ, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াইয়া কিরন, সপ্তরুপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আবুল হাসেম, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ডা. মাসুদ হাসান, মুক্তিযোদ্ধা মোহেন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, চাঁদপুর রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, দৈনিক মতলবের আলো মতলব দক্ষিণ প্রতিনিধি আবদুল মান্নান খান, ফরিদগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন ফারুক মৃধা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অনির্বান নাট্য দলের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মৃধা খোকা, মৃত্তিকা মিউজিকেল একাডেমীর সাধারণ সম্পাদক আলী আফসার বাবু, ফেমাস ডেন্টাল কেয়ারের পরিচালক ডা. রাশেদা আক্তার, মতলবের আলোর বিশেষ প্রতিনিধি মানিক দাস, নাট্য সংগঠক মুহাম্মদ আলমগীর, মতলবের আলো হাইমচর প্রতিনিধি মো. হোসেন গাজী, সিগমা আহসান কনক, সায়মা আহসান কথা প্রমুখ।
সভায় বক্তরা বলেন, দৈনিক মতলবের আলো পত্রিকাটি আমাদের কাছে পূর্বের পরিচিত। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধাদের নেতা এম এ ওয়াদুদের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী পালনকল্পে পত্রিকার প্রধান সম্পাদকের আহ্বানে আমরা আজ সবাই একত্রিত হয়েছি। আমরা আশা করছি সকলের সমন্বয়ে মতলবের আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চাঁদপুরে মাইল ফলক হবে। মতলবের আলোর উৎসব হবে আমাদের প্রাণের উৎসব। আপনাদের সবার সহযোগিতায় এটি চমকপদ উৎসব হবে বলে আমারা আশা প্রকাশ করছি।