মতলব উত্তর ব্যুরো
জমি নিয়ে বিরোধে রাস্তা ও সুপারী গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর রাড়ীকান্দি গ্রামে। মো. মাছুম সরকারের বাড়িসহ কয়েকটি বাড়িতে চলাচলের জন্য তার নিজস্ব অর্থায়নে নিজের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করে এবং এ রাস্তায় পাশে সুপারী গাছ রোপণ করেন। মাছুম সরকারের চাচাতো ভাই মোহাম্মদ হোসেন (৩৮) তার জমির উপর দিয়ে রাস্তা নেয়া হয়েছে বলে সোমবার বিকেলে জনসম্মুখে গাছ ও রাস্তা কাটতে থাকে। মোহাম্মদ হোসেনের পিতা মৃত আবু বকর সরকার।
পথচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ হোসেন ক্ষুব্ধ হয়ে মানুষ চলাচলের রাস্তা ও সুপারী গাছ কেটেছে।
মাছুম সরকার বলেন, আমার চাচাতো ভাই মোহাম্মদ হোসেন আমার বাড়িতে চলাচলের রাস্তা ও সুপারী গাছ কেটে ফেলেছে।
১৩ মে, ২০২০।