মতলব উত্তর ব্যুরো
শাহ সূফি শহীদ হযরত মাও. সোলাইমান শাহ চিশতী (রহ.) এর পীর কেবলাজান জিন্দানী পীর হযরত আ. শুক্কুর মালঙ্গ (র.) মার্দ্দানীর ৪২তম ফাতেহা শরীফ উপলক্ষে গতকাল রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার শিকিরচর নয়াকান্দি দরবার শরীফে কোরআন খতম, মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ সম্মিলিতভাবে পতাকা উত্তোলন করেন। তবারক বিতরণ এবং আরবী মাহফিল ও রাতে সামা-কাওয়ালী অনুষ্ঠিত হয়।
শাহ সূফি হযরত মাওলানা খাজা বাবা আ. গণি শাহ চিশতী (রহ.) নিজামী শিশু বাগান গোলাপ নগরীর ভক্তবৃন্দরা এ মাহফিলে আয়োজন করেন।
মাহফিলে ভক্তবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দরবারের সভাপতি বড় ভাই মো. তৈয়ব আলী ফকির, খাদেম নাজিম উদ্দিন, কুষ্টিয়া গোলাপ নগর শাহ সোলাইমান শাহ দরবারের খাদেম রবিউল আলম, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর আ. সালাম খান, সাবেক কমিশনার শাহ নূর বেপারী, মাহফিল কমিটির মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মোসলেম বেপারী, আজাদ, কাউসার, সুমন ঢালী, মঞ্জুর আহমেদসহ আরো অনেকে।

