পরিচ্ছন্ন উপজেলা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন
…..ইউএনও আমজাদ হোসেন
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, মতলবের মানুষের জানমালের নিরাপত্তাসহ পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কথায় নয়, পাশে থেকে আমাদের সবকাজে সহযোগিতায় করবেন। ইনশাআল্লাহ সব ধরনের সেবা দিতে আমাদের প্রশাসন প্রস্তুত রয়েছে।
মতলব বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, মানুষজন যেন বাজারে এসে ভোগান্তির শিকার না হয় সেদিকে বাজার বণিক ও জনকল্যাণ সমিতিকে সতর্ক থাকতে হবে। বাজারে অবৈধ ভাবে রাস্তার উপর অর্থাৎ যাতায়াতের পথে চৌকি বসিয়ে বেচাকেনা করলে জেল ও জরিমানা করা হবে। পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখি মানুষ যেন নিরাপদে বাড়ী আসতে পারে সে ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশের টহল জোরদার করা হবে। যানজট নিরসনের জন্য মুন্সীরহাট বাজার, মতলব বাজারের রিক্সা স্ট্যান্ডে ট্রাফিকের দায়িত্ব পালনে পুলিশ নিয়োগ দেয়া হবে।
এছাড়া যেকোনো সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, সাপ্তাহিক মতলব কন্ঠের নির্বাহী সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান সরকার, উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আলী, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, জেলা যুবদলের সদস্য কাজী রোমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা, সামাজিক, রাজনৈতিক, শিক্ষক ও সাংবাদিকরা।
১৭ মার্চ, ২০২৫।