মতলব দক্ষিণে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মনিটরিং কমিটির সভা


মেহেদী হাসান সরকার
মতলব দক্ষিণে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মনিটরিং কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে মনিটরিং কমিটির সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক অমিত কুমার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ফিল্ড অফিসার অশোক বিশ্বাস।
সভায় উপজেলার ১৬টি মন্দিরভিত্তিক স্কুলের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।