মতলব পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পারভেজ

মতলব দক্ষিণ ব্যুরো

মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন পবিত্র হজ পালনে যাওয়ায় আজ থেকে থেকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১ মো. আবুল বাসার পারভেজ মিয়াজী। পবিত্র হজের উদ্দেশে ২৪ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৪২ দিন ছুটিতে থাকায় মেয়রের ছুটিকালীন সময়ে পৌরসভার ১নং প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ মিয়াজী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
পারভেজ মিয়াজী আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য সব কাজ করতে পারবেন। ভারপ্রাপ্ত মেয়র পারভেজ মিয়াজী দায়িত্ব পালনে পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

২৪ জুলাই, ২০১৯।