মানবিক ও রাষ্ট্রীয় সেবায় ভূমিকা রাখছেন শাহরাস্তির আনসার প্রশিক্ষক

নোমান হোসেন আখন্দ
মানবিক ও রাষ্ট্রীয় সেবায় নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন শাহরাস্তি উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টিআই) পিন্টু চন্দ্র দাস।
জানা যায়, তিনি চলমান করোনাভাইরাস প্রতিরোধে আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে লিফলেট, হ্যান্ড স্যানেটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও সাবান বিতরণ করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় আনসার ভিডিপির সদস্যদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ। লকডাউন বাস্তবায়নে হাটবাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে গ্রামের লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য উদ্বুদ্ধকরণ। করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি ও নিহতদের দাফন কাজে প্রশাসন ও থানা পুলিশের সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন। ঘূর্ণিঝড় আম্ফাণ মোকাবেলায় আনসার-ভিডিপির সদস্যদের মাঝে সচেতনতা বার্তা প্রদান, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য আনসার ভিডিপির সদস্যদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে ঋণ নিয়ে সদস্যদের স্বাবলম্বী ও আত্মনিভরশীল কাজে অংশগ্রহণের জন্য পরামর্শ প্রদান। ব্যাংক হতে শেয়ার বিক্রয়, ঋণ উত্তোলন ও জমাদানে সহযোগিতা করে আসছেন। শাহরাস্তি আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের খেলাপী ঋন আদায়ের জন্য ৫ জন সদস্যকে সাবিক সহযোগিতা করেন। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মৎস্য চাষে উদ্বুদ্ধ ও সহায়তা করেন। গুজব ও ছেলেধরা, ডেঙ্গু মশা, প্রতিরোধে উঠান বৈঠক ও সচেতনতা বৃদ্ধিতে আনসার ও ভিডিপির সদস্যদের সম্পক্তকরণের মাধ্যমে সচেতনকরণ। বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থান ও পৌর এলাকায় প্রত্যক্ষভাবে বৃক্ষরোপণ কাজে অংশগ্রহণ। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ৫৮টি ভোটকেন্দ্রে ৬৯৬ জন আনসার ও ভিডিপির সদস্য মোতায়নে আইন-শৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানার সাথে সমন্বয় করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে দায়িত্ব পালনে সহায়তা প্রদান। দুর্গাপূজার মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির সদস্য মোতায়নে থানা পুলিশের সাথে সমন্বয় সাধন করেন। এছাড়া তিনি প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।
১৯ আগস্ট, ২০২০।