স্টাফ রিপোর্টার
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিগাঁথা ঘটনা প্রবাহ নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। কারো দয়ায় এদেশ স্বাধীন হয়নি। যুদ্ধকালীন সময়ের কথা মনে পড়লে মুক্তিযোদ্ধাদের শরীর আজো শিউরে উঠে। বিরতিহীন ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে আমাদের বিজয় নিশ্চিত হওয়ার পর আমাদের সব কষ্ট দূর হয়েছে। যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা কতটা কঠিন, তা সহজে অনুমান করা যাবে না।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশের মানুষকে পাকিস্তানের শোষণ, নির্যাতন এবং বৈষম্য থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছে, জাতির পিতার সেই স্বপ্ন পূরণে সবাইকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অনেক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। এ ধারাবাহিকতা নসাৎ করতে স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধু মঞ্চে স্মৃতিচারণ পরিষদের ব্যবস্থাপনায় সৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মহসিন পাঠান।
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা ছানাউল্লাহ মিয়ার পরিচালনায় এছাড়া স্মৃতিচারণ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ প্রমুখ।
১৪ ডিসেম্বর, ২০২২।