স্টাফ রিপোর্টার
‘মুজিববর্ষে শেখ হাসিনার উপহার’ ঘর পেয়ে চাঁদপুর সদরের উপকারভোগীরা খুবই আনন্দিত। উপকারভোগী মেঘনাথ ত্রিপুরা বলেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। ঘর পেয়ে খুবই খুশি হলাম। আমার ঘর-বাড়ি ছিলো না। প্রধানমন্ত্রী দেয়ার কারণে আমার এখন সবকিছুই হলো।
আরেক উপকারভোগী সিরাজুল ইসলাম বলেন, আমার ঘর-বাড়ি নদীতে ৫ ভাঙা দিয়েছে। এরপর এক জায়গায় আশ্রয় নিয়ে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই ঘরটি দেয়ায় ধন্যবাদ জানাই। কারণ এখন পরিবার-পরিজন নিয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে।
ঘরে পেয়ে খুশি উপকারভোগী হাবিবুর রহমান। তিনি বলেন, আমার ঘর-জায়গা কিছুই ছিলো না। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে সে জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
উপকারভোগী চামেলী ত্রিপুরা বলেন, আমাদের সম্পত্তি ও ঘর কিছুই ছিলো না। স্বামীর রোজগার দিয়ে খুবই কষ্টে দিন কাটিয়েছি। এখন নিজেও কাজ পেয়েছি রাস্তার মাটি কাটার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ঘর দিয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
পিংকি রানী ত্রিপুরাও ঘর পেয়ে মহাখুশি। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বাসিন্দা। তিনি বলেন, পরিবারের সদস্যদের নিয়ে মাথা গোজার ঠাঁই ছিলো না। প্রধানমন্ত্রী ঘরের ব্যবস্থা করায় তাঁকে ধন্যবাদ জানাই। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর চাঁদপুর জেলায়ও এসব উপকারভোগীদের মাঝে ঘরের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চাঁদপুরে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছেন ১১৫ পরিবার।
২৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মুজিববর্ষে ঘর উপহার পেয়ে মহাখুশি চাঁদপুরের উপকারভোগীরা