স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবন্ধী বাচ্চু গাজীকে হুইল চেয়ার ও অন্ধ মোস্তফা শেখকে চলাফেরা করার জন্য সাদাছড়ি (লাঠি) প্রদান করেন। গত মঙ্গলবার দুপুরে চাঁদপুর পৌরসভায় তাদের এ সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, শহরের ৭নং ওয়ার্ড কবরস্থান রোডের বাসিন্দা বাচ্চু গাজী গত ৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়। এতে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। পরে মেয়রের কাছে একটি হুইল চেয়ার প্রয়োজনের কথা জানালে, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল তার ব্যক্তিগত তহবিল থেকে একটি হুইল চেয়ার প্রদান করেন। এছাড়া কয়লাঘাট এলাকার জন্মগত অন্ধ মোস্তফা শেখ কেও চলাচলের জন্য স্টিলের একটি সাদাছড়ি লাঠি প্রদান বলেন।
তারা দুজনেই উপহার পেয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে পৌর মেয়রের জন্য দোয়া করতে দেখা যায়।
০৫ ফেব্রুয়ারি, ২০২৩।