মতলব উত্তর ব্যুরো
আগামি শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে চাঁদপুরে বেসরকারিভাবে নির্মিত মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন লিমিটেড। উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার (২০ জানুয়ারি) সকালে প্রেস ব্রিফিং করেন কর্তৃপক্ষ। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান।
তিনি বলেন, পর্যটন কেন্দ্রটি অবকাঠামোগত নির্মাণ কাজ শেষের পথে। উপজেলায় ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা দেখছেন এ পর্যটন শিল্প। প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে পছন্দের আরেক নাম হতে যাচ্ছে মেঘনা তীরে মোহনপুর পর্যটন লিমিটেড। সমুদ্রকে যারা প্রাকৃতিক কূলে কিছুটা সময় কাটাতে চান, তারা এখানে পাবেন নতুন অভিজ্ঞতা।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার, মোহনপুর পর্যটন লিমিটেডের পরিচালক কাজী মাহবুবুর রহমান, কাজী মতিউর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোহনপুর পর্যটন শিল্পটি ৬০ একর আয়তনে বিস্তীর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে পড়ছে প্রাকৃতিক অলংকার। পর্যটন বীচ ও মেঘনার তীরে বসে বিশাল সাগরের ঢেউ যেমন উপভোগ করা যায় তেমনি দেখা যায় সূর্যাস্ত। যেখানে চাঁদ আর সূর্য অপরূপ সৌন্দর্য দেখা যায় একই জায়গা থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে যায় মোহনপুর পর্যটন লিমিটেড।
মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান বলেন, ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করার জন্য পর্যটনের মূল ফটকে থাকবে ইলিশের বাড়ি চাঁদপুর, ইলিশের বড় প্রতিচ্ছবি। শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য পার্ক, বিভিন্ন রাইড, থ্রি-স্টার ও ফাইভ স্টার মানের হোটেল, রেস্ট হাউজ, কেন্টিন, পিকনিক স্পট, নৌকা ভ্রমণ, মিনি শিশু পার্ক, রিভার ড্রাইভ, সুইমিং পুলসহ খেলার মাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব পালনে ৫ হাজার আসনের উন্মুক্ত মঞ্চ। এছাড়া এ পর্যটন কেন্দ্রে অত্যাধুনিক মার্কেট, ওয়াচ টাওয়ার এবং দূরপাল্লার লঞ্চের জন্য পন্টুনের ব্যবস্থা এবং পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবাসহ ২৪ ঘণ্টায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।
এখানে শুধু বিনোদন নয় চাঁদপুর জেলাসহ আশেপাশের এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এবং পর্যটন ঘিরে নতুন জীবন জীবিকা শুরু করছে অনেকেই। পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা পর্যটকরা এখানে এসে তারা কক্সবাজার ও কুয়াকাটার মত আনন্দ উপভোগ করতে পারবে।
কাজী মো. মিজানুর রহমান আরো বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি বিনোদন কেন্দ্র। সেই লক্ষ্যেই মোহনপুর পর্যটন কেন্দ্রটি বাস্তবায়ন হচ্ছে। দেশের বৃহৎ অত্যাধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটির অবকাঠামো নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ২২ জানুয়ারি পর্যটন কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
২১ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মোহনপুরে পর্যটনের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং