মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে রতন চন্দ্র লোদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা গত ২৫ নভেম্বর বেলা ১১টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মতলব পৌরসভার কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী ও পরিচালনা করেন প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল।
সভায় বিদ্যোৎসাহী সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় রতন চন্দ্র লোদ উপস্থিত সব সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রতন চন্দ্র লোদ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির প্রতি কৃতজ্ঞতা জানান।