সাইফুল ইসলাম
হাজীগঞ্জ রাজারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে আগুন দেয়ায় এক শিশু গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১টায় রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও পাইনচাত মিজি বাড়িতে।
আহতের পরিবারের সূত্রে জানা যায়, ঐদিন দুপুর ১টায় নিজস্ব জমিতে জোরপূর্বক মৃত নোয়াব আলি মিজি ছেলে নুরুল ইসলাম মিজি ও ছিদ্দিকুর রহমান মিজি গং মাটি ফেলে জায়গা দখল করতে মৃত আবুল হোসেন মিজি স্ত্রী রোসনআরা বেগম তা দেখে বাঁধা দিতে গেলে নুরুল ইসলাম মিজি ছেলে ইউসুফ, ইসলাম, আলামিন, ইয়াসিন ও ছিদ্দিকুর রহমান মিজির ছেলে শরিফ, আরিফ বেধম মারধর করে। তার ডাক-চিৎকারে মিজান মিজি, জসিম মিজি ও নাছির মিজি (পিতা মৃত আবুল হোসেন মিজি) ঘটনাস্থলে আসলে মিজান গংদের লাঠি দিয়ে বেদম মারধর করে। শুধু তাই নয় তাদের বসতঘর ভাঙচুর করে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে মিজান মিজির নাতনী আয়শাদের বছর বয়স তাকে ঘরের ভেতরে ঢুকে ছিদ্দিকুর রহমান মিজির ছেলে আরিফ তাকে কাচি দিয়ে মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে এলাকাবাসী সহযোগিতা শিশু আয়শাকে আলীগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে মিজান মিজি বলেন, দুপুরে আমাদের জায়গা মাটি ফেলে দখল করতে গেলে আমার মা রোসনআরা বেগম বাঁধা দিলে মাকে নুরুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান গংরা এসে আমাদের পরিবারের সবাইকে লাঠি দিয়ে বেদম মারধর করে। আমাদের বসতঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। আমার নাতনী আয়শাকে আরিফ মিজি কাচি দিয়ে মাথায় আঘাত করে। পরে এলাকাবাসী সহযোগিতার হাসপাতালে যাই। এ বিষয়ে হাজীগঞ্জ থানা অভিযোগ দায়ের করার পর বাড়িতে রাত ৮টায় পুনুরায় নুরুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান গংরা হামলা চালায় তাদের অত্যাচার সইতে না পেরে আমি ‘৯৯৯’ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে আলাপ করতে গেলে নুরুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান গংদের পাওয়া যায়নি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল হাদি মিয়া বলেন, এ বিষয়ে আমার কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি মিমাংসা করার চেষ্টা করবো।
হাজীগঞ্জ থানার এসআই রুবেল চন্দ্র সিং বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো। এ ঘটনা নিয়ে এলাকাবাসীর মনে আতংক বিরাজ করছে।
২২ এপ্রিল, ২০২১।