
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটনের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটনের সভাপতিত্বে এবং রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম, সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মোবারক হোসেন, ইউপি আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন মুশু, আওয়ামী লীগ নেতা শাহজান মাস্টার, তাছলিমা আক্তার, ইউপি সচিব আমির হোসেন প্রমুখ।
সভায় রায়শ্রী উত্তর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই, ভিজিডি বিতরণ, ইউপি স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারী কক্ষ উদ্বোধন করেন। এছাড়া একইদিন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দাউদ হোসেন চৌধুরী রায়শ্রী উত্তর ইউনিয়ন ডিজিটাল তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন, উনকিলা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
সভায়, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।