স্টাফ রিপোর্টার
গত শনিবার (১৫ জুলাই) চট্টগ্রাম নগরীর কিডনী ফাউন্ডেশন প্রাঙ্গণে রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির চেয়ার রোটা. পিপি রকি উদ্দিন রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটা. পিপি সামিনা ইসলাম, কিডনী ফাউন্ডেশনের সভাপতি ও ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটা. ডা. মাইনুল ইসলাম মাহমুদ, প্রকৃতি ও জীবন ক্লাবের চৌধুরী ফরিদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এস্কিকিউটিভ সেক্রেটারী রোটা. শামসুল আলম রিপন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. মোহাম্মদ শাহজাহান, প্রোজেক্ট কো-অর্ডিনেটর রোটা. সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু, রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট রোটা. প্রদ্যোত কুমার সাহা, এসিস্ট্যান্ট গভর্নর রোটা. পিপি অ্যাড. এরশাদুর রহমান রিটু প্রমুখ। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট অফিসিয়াল, জোনাল নেতৃবৃন্দ, ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারী এবং রোটারিয়ানদের মাঝে ১০ হাজার ঔষধি, ফলজ ও বনজ গাছের বিতরণ করা হয়।
এসময় ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, ১০টি লক্ষ্য অর্জনে ২০২৩-২৪ রোটারী বর্ষে কাজ করবে রোটারিয়ানরা। ৭টি এরিয়ায় কাজের মধ্যে সাপোর্ট দি এনভায়রনমেন্ট গো-গ্রীনের লক্ষ্যে বৃক্ষ বিতরণ ও রোপণের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রম উদ্বোধন করা হলো। জুলাই মাসব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে।
পরে চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন প্রাঙ্গণে নারিকেল, আম, নিম, সফেদা ও আনার গাছের চারা রোপণ করা হয়।
১৯ জুলাই, ২০২৩।