স্টাফ রিপোর্টার
পাস্ট রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জি. মতিউর রহমানের শাশুড়ি ও কর কমিশনার (চট্টগ্রাম) রোটা. সামিনা ইসলামের মা ফেরদৌসী ইসলাম ইন্তেকাল করেছেন। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী ইসলাম ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে, ৬ নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী জামে মসজিদে প্রথম জানাজা, সাড়ে ৯টায় আগ্রাবাদ সিজিএস কলোনী জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি ফেনীর উত্তর চাঁড়িপুরে (হাজি আবদুল গনি ভুঁইয়া বাড়ির ঈদগাঁ) তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ফেরদৌসী ইসলাম চট্টগ্রাম বন্দরের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের সহধর্মিণী।
১৮ সেপ্টেম্বর, ২০২৪।