প্রেস বিজ্ঞপ্তি
১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সাত দিনের সর্বাত্মক লকডাউনে সরকারি সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, আমরা একটি ক্রান্তিকালের মধ্যে অতিক্রম করছি, সবাইকে সাহসিকতা ও ধৈর্যের মাধ্যমে এই ক্রান্তিকাল অতিক্রম করতে অনুরোধ করব। আমরা সংকটের যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনার মধ্যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
আগামি ১৪ তারিখ থেকে সরকারি প্রজ্ঞাপন সকলের মেনে চলবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই করোনার ভাইরাসকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, মহান রাব্বুল আলামীন আমাদের এই মহামারী থেকে হেফাজত করেন।
১৪ এপ্রিল, ২০২১।