লক্ষ্মীপুরে অন্ধ নাজমার স্বপ্নের ঘর হস্তান্তর

এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের অন্ধ নাজমার বাড়িতে স্বপ্নের ঘর উদ্বোধন করা হয়। গত বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যাগে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বহরিয়া শ্রীরামপুর অন্ধ নাজমার বাড়িতে স্বপ্নের ঘর হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুন্দর সোনার বাংলাদেশ। তাই এ বাংলাদেশে কেহ গৃহহীন থাকতে পারে না। আজ সে সোনার বাংলাদেশে মজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহনির্মাণ কর্মসূচি হাতে নিয়েছেন। বিগত সরকারের সময় এরুপ কর্মসূচি কোন সরকার গ্রহণ করেনি। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে। তাহলে দেশ আরো এগিয়ে যাবে। এ সরকার জনগণের সরকার। আরো বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় আগের চাইতে বেড়েছে।
তারা আরো বলেন, অচিরেই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। শেখ হাসিনার সরকারে দেশে আর কাউকে গৃহহীন রাখবেন না। এ সরকারের সময়ে দেশে কেহ গৃহহীন থাকবে না।
এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, জেলা যুবলীগের সদস্য আব্দুল মালেকসহ আরো অনেকে।

০৫ জুন, ২০২১।