লক্ষ্মীপুরে ওয়াজ ও দোয়ার মাহফিল

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম খানের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ আছর থেকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ময়দান মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বহরিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আবুল কাশেম মো. আ. বাকীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাহাদারপুরের পীর আলহাজ মাও. আবদুল্লা মো. হাসান।
শাহাবুদ্দিন জামে মসজিদের খতিব মাও. এমদাদুল ইসলাম পরিচালনায় আরো বক্তব্য রাখেন আলহাজ মাও. আবদুর রহমান ফরায়েজী, আলহাজ মাও. তাজুল ইসলাম, আলহাজ মাও. নাছির বিন আমির হোসাইনসহ ওলামায়ে কেরাম।
এসময় মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. বোরহান খান টেলু ,ডা. সৈয়দ আহম্মেদ খানসহ মুসল্লিরা। দেশের শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।

২৩ জানুয়ারি, ২০২৩।