শরীয়তপুর কল্যাণ সমিতির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) চাঁদপুর রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি ডা. মো. মুকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন এবং সংগঠনের সহ-সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক মো. মহসীন শরীফ।
চাঁদপুরস্থ শরীয়তপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সোহরাব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়া, মো. ওয়ালি উল্যাহ মোল্লা, সদস্য মো. শামছুল আলম স্বপন, মো. সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. ওয়ালিউল্লাহ, মো. মাঈন উদ্দিন, মো. আবু ছায়েদ মৃধা, মো. আমির খসরু, মোল্লা মোহাম্মদ হানিফ, আলমগীর মোল্লা, মো. আল আমিন, মো. দলিল উদ্দিন, মো. বাদল সরদারসহ আরো অনেকে।

০৩ এপ্রিল, ২০২৪।