স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুব বেপারী ও যুবদল নেতা সোহাগ খান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। রোববার (৩ জানুয়ারি) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহসড়কে কুমারডুগী থেকে মহামায়া যাওয়ার পথে তারা দু’জন সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠান।
সড়ক দুর্ঘটনায় শাহমাহমুদপুরের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী ও যুবদল নেতা সোহাগ খানের আহত হওয়ার খবর শোনার পর শাহমাহমুদপুরের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম খোকন মল্লিক তাদের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময় ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল মল্লিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শাহমাহমুদপুর ওয়ার্ড বিএনপির সভাপতিসহ দু’নেতা সড়ক দুর্ঘটনায় আহত
Post navigation


