নোমান হোসেন আখন্দ
মায়ের স্বপ্নপূরণ বলে কথা। সে স্বপ্নকে বাস্তবে পরিণত করে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন ছেলে মো. আবদুল্লাহ আল মামুন। তার বাড়ি লালমনিরহাটে। বিয়ে করতে এসেছেন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রামে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শোরসাক ইসলামীয়া নূরাণী মাদ্রাসা মাঠে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন লালমনিরহাটের বর মো. আব্দুল্লাহ আল মামুন।
জানা গেছে, তিনি তার খালাতো বোন জান্নাতুল ফেরদৌস প্রীতিকে বিয়ে করে হেলিকপ্টারে বউকে নিয়ে গেলেন রংপুরের লালমনিরহাটে। বরের মা আবদার করেছিল তার বোনের কাছে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। তখন কণের মা বলেছিলেন- আমার মেয়েকে তোমার ছেলের বিয়ে করতে হলে তাকে নিতে হবে হেলিকপ্টারে করে। শেষ পর্যন্ত শ্বাশুড়ির আবদার পূর্ণ করে বর হেলিকপ্টারে এ নিয়ে গেলেন নববধূকে লালমনিরহাটে। বিষয়টি এলাকায় জনগণের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার দেখার জন্য বিয়ে বাড়িতে শত শত লোক হাজির হয়।
১৬ জুলাই, ২০২৪।