শাহরাস্তিতে বিএনপি নেতৃবৃন্দকে সংবর্ধনা

শাহরাস্তি ব্যুরো
চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা থেকে উপদেষ্টা ও কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন জামিয়া ইসলামিয়া ওয়াদুদিয়া মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় সংবর্ধিত নেতৃবৃন্দ হলেন- জেলা বিএনপির উপদেষ্টা মো. আবদুল মান্নান খাঁন বাচ্চু, সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, আলহাজ আবদুল মান্নান, মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, সদস্য ব্যারিস্টার মো. কামাল উদ্দীন আহম্মেদ, মো. হাবিবুর রহমান পাটোয়ারী ও সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী বলেন, যে নেতার কাছে দেশ, সমাজ, জনসাধারণ ও দলের নেতাকর্মীরা নিরাপদ থাকবে, তার জন্য কাজ করবেন। এমন কারো হাতে অস্ত্র তুলে দিবেন না, দুদিন পর সেই অস্ত্রে আপনাকে আঘাত করবে। দল নেতাকর্মীদের আস্থা অর্জন, নীতি, আদর্শ টিকিয়ে রেখে সাবেক সাংসদ প্রয়াত এম এ মতিন স্যার বার-বার এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সভায় আরো বক্তব্য রাখেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক জাকিরুল ইসলাম খাঁন জুনু, সদস্য সচিব সাইফুল করিম মিনার, যুগ্ম-আহ্বায়ক মো. ফখরুল ইসলাম পাটোয়ারী, বিএনপি নেতা মো. তাজুল ইসলাম সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী আবদুল কুদ্দুস রানা প্রমুখ।
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৯ জুলাই, ২০২৩।