নোমান হোসেন আখন্দ
জেলা প্রশাসক কামরুল হাসান শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ এ ইউনিয়নে স্থাপিত সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টায় তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
ঐ ইউনিয়নের ঘুঘুরচপ কমিউনিটি ক্লিনিক ও পরানপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন ও প্রসন্নপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ ও প্রসন্নপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন, তা পালন করার চেষ্টা করুন। নাগরিকরা যেন তার কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সচেষ্ট হবেন।
তিনি উপস্থিত ইউপি সদস্যদের সাথে কথা বলেন, তাদের সুষম বণ্টন ঠিকভাবে পাচ্ছে কিনা তাদের সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ইউনিয়ন ভূমি অফিসে যেন নাগরিকদের অহেতুক হয়রানির শিকার না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ভূমি সংশ্লিষ্ট সব ধরনের সেবা যেন নাগরিকরা পায় তা নিশ্চিত করার জন্য নিদের্শনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজয়ানা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. আবদুর রাজ্জাক, ইউনিয়ন সচিব মাইনুল ইসলাম, প্রসন্নপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুর রহমান, ঘুঘুরচপ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহকারী মো. শামসুজ্জোহা প্রমুখ।
১১ জুলাই, ২০২৩।