শাহরাস্তিতে সড়ক পাকাকরণের উদ্বোধন

এলাকার সার্বিক উন্নয়নে সার্বক্ষণিক খোঁজ-খবর রাখি
…..মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তিতে রোববার (১২ মে) দুইদিনের সফরে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম নির্বাচনী এলাকায় আসেন। এটি তাঁর নির্বাচনী এলাকায় ২০২৪ সালের নবম সফর। দুইদিনের সফরের প্রথমদিন রোববার সকাল সাড়ে ১১টায় তিনি শাহরাস্তি উপজেলার পদুয়া-মালরা সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, এলাকার সার্বিক উন্নয়নে আমি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখি। তাছাড়া এলাকায় সাংবাদিকরা আমাকে এলাকার সব বিষয়ে তথ্য দিয়ে জানান। আমি চেষ্টা করি তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করতে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, একশ্রেণির মাটি খেকো রাতের অন্ধকারে অতি মুনাফা লাভের উদ্দেশে এই এলাকার কৃষি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আমাদের এই অঞ্চলে খাদ্য ঘাটতি দেখা দিবে, যার রশি এখনই টেনে ধরতে হবে। যেসব মাটিবাহী গাড়ি, ব্যক্তি ও ইটভাটা এই মাটি ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন তিনি। এ বিষয়ে তিনি উপজেলাবাসী ও উপস্থিত সবাইকে সতর্ক হবার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন আহমেদ টুলিপ পাটওয়ারী এবং পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন দারুনকরা গ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি আলমগীর হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোহাম্মদ আনোয়ার, সাংসদের একান্ত সচিব আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শাহিন, যুবলীগ নেতা শাহ এনামুল হক কমল, যুবলীগ নেতা প্রভাংশু বিমল দাস সুমন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রায়হানসহ ওয়ার্ড-ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

১৩ মে, ২০২৪।