শাহরাস্তিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নোমান হোসেন আখন্দ
ফ্রান্সে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কে ব্যঙ্গচিত্র করে অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৯ নভেম্বর) বাদ আসর ঐতিহাসিক বিশাল বিক্ষোভ মিছিলটি শাহরাস্তির মেহের কালীবাড়ি, উপজেলা সদর, ঠাকুর বাজার হয়ে মেহের উচ্চ বিদ্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধমপ্রান মানুষ দলে দলে জিকিরের সাথে প্রতিবাদী মিছিলে অংশ নেন।
বক্তারা, প্রিয়নবী (সা.) কে অবমাননাকারী সেই কুলাঙ্গারের প্রকাশ্য ফাঁসি ও দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার আহ্বায়ক ও খেড়িহর মাদ্রাসার মোহতামিম আলহাজ মাও. হোসাইন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও রাঢ়া মাদ্রাসার মোহতামিম মাও. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, হেফাজতে ইসলাম শাহরাস্তি উপজেলা শাখার সদস্য সচিব মাও. মোহাম্মদ ইদ্রিস, হেফাজতে ইসলাম শাহরাস্তি উপজেলা শাখার সদস্য ও চিকুটিয়া মাদ্রাসার মোহতামিম মাও. মোয়াজ্জেম হোসেন, মাও. শরীফুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, ২০২০।