শাহরাস্তিতে ৪৭১ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ

 

নোমান হোসেন আখন্দ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সমন্বিত মুক্তিযোদ্ধা তালিকায় শাহরাস্তি উপজেলার ৪৭১ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ ও স্বাধীনতার ৫০ বৎসর পূতির সুবর্ণজয়ন্তীতে দেশের প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রকাশের ঘোষণা দেন। সে প্রেক্ষিতে গত ২৬ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সারাদেশের সমন্বিত মুক্তিযোদ্ধা তালিকায় প্রথম পর্যায়ে (১৯০১-২২৭০) ক্রমিকে শাহরাস্তি উপজেলার ৪৭১ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হয়।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, যেসব মুক্তিযোদ্ধাদের বিষয়ে অভিযোগ রয়েছে, তথ্য গড়মিল, কাগজপত্র জমা না হওয়া, অনলাইনে তথ্য গড়মিল, অভিযোগ নিষ্পত্তি না হওয়া এবং বিভিন্ন সমস্যার কারণে পরবর্তীতে ঐসব মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে।
০৫ এপ্রিল, ২০২১।