শাহরাস্তি আলিপুর বড়বাড়িতে অগ্নিকান্ডে ১৪ ঘর ভস্মীভূত

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলিপুর গ্রামের বড়বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১৪টি বসতঘর ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। গত রোববার সকাল সাড়ে ১১টায় ঐ বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে আজিজ মন্টুর বসতঘর থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পার্শ¦বর্তী বাড়ির লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ মন্টুর বসতঘর থেকে অতি অল্প সময়ের ব্যবধানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তে ১৪টি বসতঘর আগুনে ভস্মীভূত হয়। পরে স্থানীয় লোকজন শাহরাস্তি ফায়ার স্টেশনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে- আজিজ মন্টু, রফিকুল ইসলাম, নুরুল আমিন, রুহুল আমিন, বেলায়েত হোসেন, মনির হোসেন, আবদুল খালেক, জয়নাল আবেদীন, আবদুল মালেক, রশিদা বেগম, জাকির হোসেন, শহিদ উল্ল্যাহ ও সোহাগ হোসেন।
শাহরাস্তি ফায়ার স্টেশন মাস্টার মো. আবু হাসান জানান, খবর পেয়ে আমাদের টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি, ততোক্ষণে ১৪টি বসতঘর আগুনে ভষ্মীভূত হয়। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২৮ লাখ টাকা হলে ও স্থাপনা ও আসবাবপত্রসহ ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা।
খবর পেয়ে আলীপুর গ্রামে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন শাহরাস্তি হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি প্রমুখ।

১৪ মে, ২০২৪।