ভোরের চোখ,ভোলা প্রতিনিধি॥ যুব ও ক্রীয়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, বাংলাদেশে নতুন করে আরও ৪৯০টি স্টেডিয়াম করা হবে। তার মধ্যে ১৩১টির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় একটি করে স্টেডিয়াম করা হবে বলেন মন্ত্রী।
মঙ্গলবার(৬সেপ্টেম্বর) দুপুরে ভোলার দৌলতখান উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভায় মন্ত্রী এসব কথা বলেন।এসময় মন্ত্রী আরও বলেন- বাংলাদেশ এখন সেই আগের বাংলাদেশ নেই। বাংলাদেশ এখন কোন গরিব দেশ না। বাংলাদেশ এখন নিম্মমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
২০২১ সালের আগে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব। পরবর্তীতে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। জঙ্গিবাদ সেই স্বপ্নকে কোনভাবে যেন বাধাগ্রস্ত করতে না পারে সেই জন্য এদেরকে নির্মূল করে প্রধামন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. কুদ্দুসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, নাটর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।