এস এম সোহেল
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আমরা গোপন সংবাদে জানতে পারি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাপদী গ্রামের নোয়ারাজা বাড়ির রাস্তার পাশে বাঁশ বাগানে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এ খবর পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাপ্ত অস্ত্র পরীক্ষা শেষে দেখা যায় যে, অস্ত্রটি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র।
এদিকে প্রেস বিফ্রিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলায় লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার সরকারি আহ্বানের নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র ২টি অস্ত্র জমা হয়নি। তন্মধ্যে একটি অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আর আজকের এটি উদ্ধারের মধ্যে দিয়ে পরিপূর্ণ অস্ত্র উদ্ধার হলো।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৬ অক্টোবর, ২০২৪।