হাইমচরের মেঘনায় আকস্মিক ঝড়ে নিখোঁজ হওয়া জেলের মৃতদেহ উদ্ধার

সাহেদ হোসেন দিপু
হাইমচরের মেঘনায় আকস্মিক ঝড়ে নিখোঁজ হওয়া জেলের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। মৃত জেলে চাঁদপুর সদর উপজেলার গুবিন্দা গ্রামের লতিফ বেপারীর ছেলে মুনচুর বেপারী।
সোমবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর নদী ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত এসও মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় গতকাল আকষ্মিক ঝড়ে নিখোঁজ হওয়া এ জেলের মৃতদেহ হাইমচর উপজেলার গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামের জেলে লতিফ বেপারীর ছেলে মুনসুর বেপারীসহ ৭ জন আকষ্মিক ঝড়ের কবলে নদীতে নিখোঁজ হয়। ৬ জন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হলেও একজন নিখোঁজ থেকে যায়।
উদ্ধারকৃত লাশ হাইমচর থানার অফিসার ইনচার্জ, চরভৈরবী নৌ পুলিশ ফাঁড়ি ও নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অহিদুল ইসলাম।
০৬ এপ্রিল, ২০২১।