সাহেদ হোসেন দিপু :
হাইমচর উপজেলায় জেএসসি পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১৪৭৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ৫৮০ ও ছাত্রী ৮৯৯। ঝরে পরেছে ২৬ শিক্ষার্থী। এছাড়া ২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় ৪৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১৯৭ ও ছাত্রী ২৯১। ঝরে পরেছে ১৮ শিক্ষার্থী।
জানা যায়, হাইমচর উপজেলার ৫টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। প্রশাসনের তদারকির মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় অভিভাবকদের অতি উৎসাহ ও কেন্দ্রে নকল সরবরাহের কোন তৎপরতা দেখা যায়নি।