হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে আব্দুর রহমান রিয়াদকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় কুমিল্লার প্রস্তাব মোতাবেক হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন করা হয়েছে। গত ১৬ জুলাই দুর্নীতি দমন কমিশনের পরিচালন মাহমুদ হাসান স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মো. শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি হিসেবে সন্তোষ চন্দ্র মজুমদার ও হাফিজ আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে মো. মহিউদ্দিন পাটওয়ারী, সদস্য হিসেবে আ. লতিফ মিয়া, সুবোধ চন্দ্র দাস, আব্দুর রহমান, মো. বশির উল্যাহ ও নিগার সুলতানা রয়েছেন।
এ বিষয়ে আব্দুর রহমান রিয়াদ বলেন, আমাকে হাইমচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য হিসেবে মনোনীত করায় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মাহমুদ হাসানসহ কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
২৫ আগস্ট, ২০২০।