হাইমচর ব্যুরো
চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়ার নেতৃত্বে হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ যথাযোগ্য মার্যাদায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১১ নভেম্বর বিকেল ৭টায় আলগী বাজার যুবলীগের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, আগামি ২৩ ডিসেম্বর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জেলা যুবলীগ আহ্বায়ক কালু ভূঁইয়ার নেতৃত্বে হাইমচর উপজেলা যুবলীগ সক্রিয় ভূঁমিকা পালন করবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম লিটন সিকদার, যুবলীগ নেতা নাজিউর রহমান গাজি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর সিকদার, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ লিটন, নীলকমল ইউনিয়ন যুবলীগ সভাপতি নোয়াব মোল্লা, হাইমচর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাংলাদেশ আঞ্চলিক কমিটি যুবলীগ সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমিন কবিরাজ প্রমুখ।
পরে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয়।